Home --> গঠনতন্ত্র
05 October, 2024, 03:20 pm
Last modified: 05 October, 2024, 04:36 pm
'এশিয়ান ন্যাটো' একটি ভবিষ্যতের জন্য আইডিয়া: জাপানের পররাষ্ট্রমন্ত্রী
তিনি বলেন, "আমার ধারণা, সমমনা দেশগুলোর বহুস্তরবিশিষ্ট নেটওয়ার্ক তৈরি ও বাইরের শক্তির কাছ থেকে আসা সম্ভাব্য হামলা প্রতিহত করার আঞ্চলিক সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেয়ার এই চিন্তাটি ভবিষ্যতের জন্য।"
জাপানের নতুন প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু সম্প্রতি 'এশিয়ান ন্যাটো' গঠনের বিষয়ে তার অভিমত প্রকাশ করেছেন। এক্ষেত্রে গত বুধবার দেশটির নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়াও এতে একমত পোষণ করেছেন।
টোকিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইওয়াইয়া এমনটা বলেছেন। তবে এই
বিষয়টিকে শিগগির বাস্তবায়নযোগ্য নয়, বরং দীর্ঘমেয়াদী চিন্তা হিসেবে
অভিহিত করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, "আমার ধারণা, সমমনা দেশগুলোর বহুস্তরবিশিষ্ট নেটওয়ার্ক তৈরি
ও বাইরের শক্তির কাছ থেকে আসা সম্ভাব্য হামলা প্রতিহত করার আঞ্চলিক
সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেয়ার এই চিন্তাটি ভবিষ্যতের জন্য।"